প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ রবিবার ২৮ মে সকালে গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক পুরস্কার “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলার চেয়ারম্যান মোঃমোফাজ্জল হোসেন খানঁ, ওসি মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হি অফিসার আফরোজা আফসানা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, প্রমুখ ।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।