জামিনে কারামুক্ত নজরুল ইসলাম আজাদ

0
জামিনে কারামুক্ত নজরুল ইসলাম আজাদ

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: আড়াইহাজার থানার একটি নাশকতার মামলায় কারাভোগের পর জামিনে কারামুক্ত হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। সোমবার (১৫ মে) ছয়টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন তিনি । এর আগে উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ । পরে উচ্চ আদালতের জামিননামা সোমবার বিকেলে কারাগারে পাঠানো হলে জামিনে বের হয়ে আসেন তিনি।

এদিকে বিএনপি নেতা আজাদের জামিনের খবর শুনে দুপুর থেকেই নারায়ণগঞ্জ কারাফটকের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ অঙ্গসংগঠন গুলোর হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকে। মুক্তির পর নারায়ণগঞ্জ কারাফটকের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন।

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহম্মেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সদস্য সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আড়াইহাজার উপজেলা সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সালাউদ্দিন চৌধুরী সালামত, শাকিল হাসান, মনিরুজ্জামান খাঁন, জিয়াউল হক বেদন, হাজী বেলায়েত হোসেন, গাজী মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, ডা. মনির হোসেন, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোল্লা, আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর হাসান সুমন,  আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ওসমান গনি, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, আড়াইহাজার থানার একটি নাশকতার মামলায় গত (৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪০জন বিএনপির নেতাকর্মী স্থায়ী জামিনের জন্য আবেদন করলে আদালত আজাদসহ ১০জনের বাতিল করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। একই সাথে ৩০জনের জামিন মঞ্জুর করেন। মামলা নং- ২৬(২)২৩। এর আগে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪০জন নেতাকর্মীর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here