প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন:মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, “রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ রহমত। রমজান মাস আত্মশুদ্ধির মাস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস।
এ মহিমান্বিত মাস মূলত এক বিশেষ কর্মশালা, যা মানুষকে খারাপ পথ থেকে বিরত রেখে ভাল কাজে উৎসাহিত করে। এ মাসে নিজেদের চারিত্রিক উৎকর্ষ অর্জনে আমাদেরকে সচেষ্ট হতে হবে এবং নামায, রোজা, দরুদ-সালাম, যাকাত, দান-সদকাহ্, কুরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে আমরা যেন মহান আল্লাহ্ ও আল্লাহর রাসুল (সা) এর সন্তুষ্টি অর্জন করতে পারি সে জন্য আল্লাহর সাহায্য কামনা করতে হবে। তাসাউফ হল ইসলামের মূল নির্যাস। প্রিয় নবিজী (সা) তাসাউফকে ‘ইহসান’ বলেছেন।
‘ইহসান’ বলতে মহান আল্লাহ্ সবসময়ই আপনাকে দেখছেন, এ ধারণা রাখা। এ ধারণা থাকলে কেউ বিপথগামী হতে পারেন না, দুর্নীতি-প্রতারণা করতে পারেন না। আমাদের সমাজে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিটি স্তরে তাসাউফ চর্চা অপরিহার্য। ‘তরিকা-এ-মাইজভাণ্ডারীয়া’ মানুষকে তাসাউফ চর্চায় উদ্বুদ্ধ করে ইনসানে কামেলে রূপান্তরিত করে।
“১২মার্চ, রাতে চাঁদপুরের মতলব দক্ষিণের নায়েরগাঁওতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা) উপলক্ষ্যে আয়োজিত মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধান আলোচক ছিলেন মুফতি মাকসুদুর রহমান, বিশেষ আলোচক মুফতি মমিনুল হক।
উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, খলিফা শাহ মোঃ আলমগীর হোসেন, খলিফা শাহ মোঃ আব্দুর রশীদ মিয়াজী, খলিফা শাহ মোঃ আব্দুর রহমান , খলিফা শাহ মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।বিশ্ববাসীর কল্যাণে প্রার্থণা করেন শাহ্সুফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী।