মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ আ’লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

0
মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ আ’লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামালঃ আগামী ১৬ মার্চ অনিুষ্ঠিতব্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা।

শুক্রবার (২৭ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী ভিলা মিলনায়তনে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আয়োজনে আয়োজিত সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন তারা।  তাদের মতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যাকে নৌকার টিকেট উপহার তুলে দিবেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর নেতৃত্বে নৌকার প্রার্থীকে বিজয়ী করে এই ইউনিয়নটি উপহার দিব।

এ ইউনিয়নটি দীর্ঘ বছর যাবত আ’লীগের চেয়ারম্যান ছিলো। সম্ভাব্য প্রার্থীরা বলেন,জননেত্রী শেখ হাসিনা কার হাতে নৌকা তুলে দিয়েছেন, সেটা বড় বিষয় নয়।  এবার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাকে নৌকা তুলে দিবেন তাকেই বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মায়া ভাই ও দিপু ভাইয়ের নেতৃত্বে উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য।  আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা বলেন, আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের নেতা আধুনিক মতলবের রুপকার মতলবের মাটি ও মানুষের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

শেখ হাসিনা আ’লীগ থেকে যাকে নৌকা উপহার দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর নিদের্শনায় নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, লায়ন জাহাঙ্গীর হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাসান ইমাম চৌধুরী (চিনু), বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, মোঃ হাশেম তপাদার, বিশিষ্ট ব্যবসায়ী জিন্নাহ মিয়া, আ’লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন ইকবাল হোসেন জুয়েল চৌধুরী,উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাসান মোর্শেদ আহার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাফিজল তপাদার, সামসুল হক চৌধুরী বাবুলের পত্র সুমিত চৌধুরী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু,উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন চৌধুরী,প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের ৫ বাওে জাতীয় স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল গত ১০ নভেম্বর মৃত্যু বরণ করায় এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আর ড়শ সোমবার (২৩ জানুয়ারি) উক্ত চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিস। জানা গেছে, এ চেয়ারম্যান পদের উপনির্বাচনে আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের
শেষ দিন। ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। ২৭ ফেব্রুয়ারি প্রত্যাহার এবং ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here