না’গঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজা রিপনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপনের নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে। এসময়ে মিছিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি সকল নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগসহ বিদ্যুতের দাম কমানোর দাবিতে দাবিতে শ্লোগান দেন।

বুধবার ( ২৫ জানুয়ারি ) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণতন্ত্র হত্যা দিবসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০দফা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরণ, মদনপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মামুন ভূইয়া, সহ – সমন্বয়ক শরিফুল ইসলাম শরিফ, সদস্য, শাহিন শাহ মিঠু, নাজমুল, ইউসুফ, তমিজ উদ্দিন, গোলাপ, সারজাহান, বাদল, জিয়া, নারায়ণগঞ্জ মহানগর ২৭নং ওয়ার্ড বিএনপির সহ-সমন্বয়ক ফিরোজ, সালাউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here