প্রেসনিউজ২৪ডটকমঃ আদালত কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশেরর প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।
শনিবার (৭ জানুয়ারি) দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন বিএনপিসহ দলটির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমান ও জোবাইদা রহমানের সম্পত্তি আদালত কর্তৃক ক্রোকের আদেশ ফরমায়েশি, প্রতিহিংসাপরায়ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘১/১১-এর জরুরি সরকার দেশকে বিরাজনীতিকরণ অর্থাৎ মাইনাস-২সহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের ভিশন সফল করতে চেয়েছিল। সেই সময় ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়।
রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও শুধু তারেক রহমানের স্ত্রী ও জিয়া পরিবারের সদস্য হওয়ায় ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার আসামি করা হয়।’