প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাশনে খুন করার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ এনে বিএনপির যুবদল ও ছাত্রদলের ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) চরফ্যাশন পৌরসভা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আমিনুল হক ওরফে হান্নান খন্দকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় চরফ্যাশন পৌরসভা যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক মো. মিল্টন, যুগ্ম আহবায়ক মো. আসাদ, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মো. ইয়াজ ক্বারী, উপজেলা ছাত্রদলের সদস্য মো. সাকিব, যুবদল নেতা মো. মাকসুদুর রহমান, মো. কবির, মো. মনির বদ্দর ও ছাত্রদল নেতা মো. তারেকসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামী করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেও জানান তিনি। মামলায় বাদী অভিযোগ করেছেন, গত সোমবার ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে চরফ্যাশন পৌরসভা ৪ নং ওয়ার্ডস্থ জনতা রোর্ডস্থ পাকা রাস্তার উপর আমাকে ও সুমন ও রাসেল নামের মোটরসাইকেল ড্রাইভারের উপর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে খুন করার উদ্দেশ্যে হামলা চালিয়ে মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মামলায় অভিযুক্ত চরফ্যাশন পৌরসভা যুবদলের আহবায়ক মো. মিল্টন বলেন, গত ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা যুবদলের নবনির্বাচিত আহবায়ক কমিটির শান্তিপূর্ণ শুভেচ্ছা মিছিলে যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে দলীয় কার্যালয় ভাংচুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। উল্টো আমাদের নামে মামলা করার জন্য একেবারেই মিথ্যা একটা ঘটনা সাজানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এমন মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা যুবদলের নবনির্বাচিত কমিটির আহবায়ক মো. শহীদুল ইসলাম প্রিন্স বলেন, গত ২৯ নভেম্বর সকালে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা যুবদলের নবনির্বাচিত আহবায়ক কমিটির শান্তিপূর্ণ আনন্দ মিছিলে যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে দলীয় কার্যালয় ভাংচুরসহ যুবদল ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। উল্টো আমাদের নেতাকর্মীদের নামে সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এই সাজানো মিথ্যা মামলার দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবী করছি।