মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ১০ নেতা-কর্মী দুই দিনের রিমান্ডে

0
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ১০ নেতা-কর্মী দুই দিনের রিমান্ডে

প্রেসনিউজ২৪ডটকমঃ আনিছুররহমান রলিন। মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ১০ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (সোমবার) সকালে মুন্সীগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফরিদুজ্জামান ও মো. আবুল বাশার। পরে বেলা ১২টার দিকে শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতা-কর্মীসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের পরদিন গুরুতর আহত যুবদল কর্মী শাওন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১ হাজার ৪০০ এর অধিক বিএনপি নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here