বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন নিহত

0
বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন নিহত

প্রেসনিউজ২৪ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন মিয়া (২০) নিহত হয়েছেন।শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর থানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. নয়ন মিয়া উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। এছাড়া এ ঘটনায় বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী আহত হয়েছেন।

নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মহসিন হৃদয় বলেন, ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে বিকেলে লিফলেট বিতরণ করছিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পুলিশ হামলা করলে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের স-সভাপতি মো. নয়ন মিয়া গুলিবিদ্ধ হন।এছাড়া বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী পুলিশের গুলিতে গুরুতর আহত হন।

নয়নকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাস্তায় অ্যাম্বুলেন্সে মারা গেছেন। আহত পৌর যুবদলের আহ্বায়ককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম উল্টো অভিযোগ করে বলেন, বিকেলে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা থানায় হামলা করেন। এ সময় তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিরাজুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছাত্রদলের এক ছেলে মারা গেছেন বলে জানতে পেরেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here