উন্নয়নের রঙ্গিন চশমা লাগিয়ে অপরাধ-দুর্নীতি : মোমিন মেহেদী

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, উন্নয়নের রঙ্গিন চশমা লাগিয়ে অপরাধ-দুর্নীতি এবং বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে পরিবারতন্ত্র এবং স্বাধীনতার চেতনা ব্যবসায়ীরা।

১৩ এপ্রিল সকাল ১০ টায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রাথমিক সদস্য ফরম বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় নারায়ণগঞ্জ নতুনধারার আহবায়ক নিপুন মিস্ত্রী, মুন্সিগঞ্জ নতুনধারার আহবায়ক কালাম শেখ, যুগ্ম আহবায়ক শেখ লিজার নেতৃত্বে এই কর্মসূচিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা বিভাগীয় সমন্বয়ক জোবায়ের মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, ১০ টাকা কেজী চাল খাওয়ানোর কথা বলে এখন টিসিবি ভিত্তিক জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। দারিদ্র-দুর্নীতিমুক্ত দেশের জন্য নতুনধারা ১০ বছর ধরে রাজপথে করে যাচ্ছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দিয়ে অপরাধ-দুর্নীতির রাজনীতিকে ‘না’ বলার সময় এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here