প্রগতিশীল ছাত্র জোট আন্দোলনকারীদেরকে ধন্যবাদ জানালো পুলিশ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ তিন দফা দাবিতে সচিবালয়ের তিন নম্বর গেটের সামনে প্রগতিশীল ছাত্র জোট শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করায় পুলিশ তাদের ধন্যবাদ জানিয়েছে। সোমবার (১ মার্চ) দুপুরে প্রগতিশীল ছাত্র জোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সচিবালয়ের তিন নম্বর গেটের সামনে পুলিশি বাধার মুখে পড়লে তারা সেখানেই সমাবেশ করেন।

পুলিশ বলছে, আমাদের অনুরোধ রেখে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করায় তাদের ধন্যবাদ।কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ, গ্রেফতার আট নেতাকর্মীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজ সোমবার এই কর্মসূচি ছিলো।

প্রতক্ষদর্শীরা জানান, নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাক্কাধাক্কি হয়। ডিপিডিসি ভবনের সামনে পুলিশের মুখোমুখি অবস্থানে থেকেই বিক্ষোভ সমাবেশ করেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টা ১৫ মিনিটে সমাবেশ শেষ হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেত হয়ে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আসতে শুরু করেন সংগঠনটির কর্মীরা। তবে বাধা দেওয়ার বিষয়ে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ সাংবাদিকদের বলেছেন, ’তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে এসেছিলেন। এ জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কোথাও তাদের কোনো বাধা দেওয়া হয়নি। আমাদের অনুরোধ রেখে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে চলে গেছেন। তাদের আমরা ধন্যবাদ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here