তারেক রহমানের বিরুদ্ধে সাজা: প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে একটি মানহানি মামলায় সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটেঙ্গেল মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সস্পাদক ইকবার হোসনে শ্যামল, সহ-সভাপতি ওমর ফারুক কাওছার, পার্থদেব মন্ডল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, তানজিল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং যুবদল নেতা গোলাম মওলা শাহিনসহ কয়েকশো নেতাকর্মী অংশ নেন। মিছিলে নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে সাজা ও মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রায় ঘোষণা করেন নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্য বিএনপির এক সভায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন।

তারেক রহমানের এ বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের এক হাজার কোটি টাকার মানহানি ঘটেছে বলে মামলায় উল্লেখ করেন মামলার বাদী কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগ নেতা বেন্দারচর গ্রামের বাসিন্দা শাহজাহান বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here