নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ শুনানি ১৯ জানুয়ারি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ এক যুগেরও বেশি সময় ধরে চলা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কানাডিয়ান বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি ৩১তম বারের মতো পেছালো। তাঁর শারীরিক অসুস্থতার কারণে ১৯ জানুয়ারি চার্জ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বেগম জিয়ার পক্ষে তাঁর আইনজীবী জিয়া উদ্দিন জিয়া অভিযোগ গঠন শুনানির জন্য সময় আবেদন করলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালত তা মঞ্জুর করে চার্জ শুনানির জন্য ১৯ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে গত ২৪ নভেম্বর বহুল আলোচিত এ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও বেগম জিয়া অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। ওইদিনও তাঁর আইনজীবীর আবেদন মঞ্জুর করে ৫ নভেম্বর চার্জ শুনানির দিন ঠিক করেছিলেন একই বিচারক। এর আগেও একই কারণে একে একে ৩০ বার এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ পেছানো হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি মামলাটি করেন। পরে ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

খালেদা জিয়ার ছাড়াও এ মামলার অন্য আসামিদের মধ্যে আছেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here