গণতন্ত্র পুনরুদ্ধার করবোই ইনশাআল্লাহ: মির্জা ফখরুল ইসলাম

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। আজকের এই বুদ্ধিজীবী দিবসে শপথ নিচ্ছি, সত্যিকারের গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করবোই ইনশাআল্লাহ।

সোমবার (ডিসেম্বর ১৪) মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন ১৯৭১ সালে দেশকে অকার্যকর করার পরিকল্পনার অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সেসময় প্রতিভাবান মেধাবীদের হত্যা করা হয়েছে। তারা চেয়েছিল এ দেশকে অকার্যকর করতে।

তিনি বলেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন খালেদা জিয়া। সেই গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আজ হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি চাই। আমরা মুক্তিযোদ্ধাদের কথা বলার স্বাধীনতা চাই। আমরা আজ শপথ গ্রহণ করতে চাই, একাত্তরের স্বাধীনতার চেতনা পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here