গাড়ী পোড়ানো মামলা বিএনপির ১২০ নেতাকর্মীকে আগাম জামিন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকা-১৮ আসনের নির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ১২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোট। বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তাদের জামিন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিন আসামিপক্ষে শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।  আগাম জামিন নিতে বুধবার সকালে হাইকোর্টে হাজির হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত হন।

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের দিন দুপুরের দিকে ঢাকার বিভিন্ন স্থানে ৯-১০টি গাড়িতে আগুন দেয়া হয়। এ ঘটনায় পৃথক ১৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপির শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে অঙ্গসংগঠন ও ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হাইকোর্টে আগাম জামিন চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here