ঝালকাঠি জেলা ছাত্র অধিকারে সভায় হামলা, ৪জন গুরুতর আহত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ঝালকাঠি  সংবাদদাতা: ঝালকাঠি জেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভায় ছাত্রলীগ-যুবলীগের হামলায় ৪জন গুরুতর আহত ও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও নিরব ভুমিকায় ছিলেন বলে জানান সংগঠনটির নেতারা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় ঝালকাঠি ইকোপার্কে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সোহরাওয়ার্দী শুভ। আহতরা হলেন- আবু সাঈদ মুসা, রনি খন্দকার, মু. ফয়সাল। বাকি আরেক জনের নাম এখনও জানা যায়নি।

জানা গেছে, আজ বিকেলে ঝালকাঠি ইকোপার্কে জেলা ছাত্র অধিকারের উদ্যোগে একটি আলোচানা আয়োজন করে। এ সভায় ভার্চুয়ালে অংশগ্রহণের কথা ছিল ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ চারজন কেন্দ্রীয় নেতা। সভাটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছা সেবকলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ছাত্র অধিকারের চারজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোহরাওয়ার্দী শুভ জানান, ছাত্র অধিকারের নেতা-কর্মীদের ওপর হামলার সময় পাশেই ছিলেন পুলিশ। তবে তারা হামলার সময় নিরব ভুমিকা থেকেছেন। পরে একধিক কর্মী গুরুতর আহত হলে পুলিশ এসে হামলাকারীদের সড়িয়ে দেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাসা বাড়িতে সাময়িক চিকিৎসা দেন। তবে আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঝালকাঠি থেকে নৌকাযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হচ্ছে বলেও জানান সোহরাওয়ার্দী শুভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here