স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির (আংশিক) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১৪৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শনিবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমান কমিটির সভাপতি শফিউল বারী বাবু মারা যাওয়ায় এ পদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল কাদির ভূইয়া জুয়েল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর অন্তর অন্তর কমিটি গঠনের কথা রয়েছে।


উল্লেখ্য যে, ২০১৬ সালের ২৭ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের ৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা হয়েছিল। এরপর চার বছর পর্যন্ত হয়নি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার সন্ধ্যায় আবারো ঘোষণা করা হলো ১৪৯ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি।
স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা নিম্মে দেয়া হলো…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here