উপ-নির্বাচনের সাক্ষাতকার দিতে এসে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মারামারি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ উপ-নির্বাচনে নিজের যোগ্যতা প্রমাণে সাক্ষাতকার দিতে এসে নিজেরাই সংঘর্ষে জড়িয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সমর্থকরা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন ঢাকা-৫ ও ১৮ আসনের চার সম্ভাব্য প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি।

কথা ছিল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু হবে সাক্ষাতকারগ্রহণ। কিন্তু তার আগেই গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। ঢাকা-১৮ ও ঢাকা-৫ এই দুই আসনের প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে দফায় দফায় চলে ইটপাটকেল নিক্ষেপ। অনলাইনে সাক্ষাতকার গ্রহণ শুরুর আধা ঘণ্টা আগেই ঢাকা-৫ এর মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থী নবীউল্লাহ নবী ও সালাহউদ্দিনের সমর্থকেরা শুরু করেন হাতাহাতি।

এরপর সেই সংঘর্ষ থামতে না থামতেই শুরু হয় ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থী কফিল উদ্দিন ও জাহাঙ্গীর হোসেন সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া। তবে সংঘর্ষে জড়িয়ে পড়া চার পক্ষের কেউই দায় স্বীকার করেননি। সংঘর্ষের কারণে সাক্ষাতকার বিলম্বিত হলেও পরে সেটি আবার শুরু হয় সাড়ে ৫টার দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here