অপচয় দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই: সৈয়দ সাইফুদ্দীন আহমদ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন: বাজেট প্রতিক্রিয়ায় বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহসূফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, প্রস্তাবিত বাজেটে কিছু, ইতিবাচক দিক থাকলেও বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বিশাল ঘাটতির বাজেটে জনপ্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। মোট বাজেটের অন্তত ১৫ শতাংশ কেবল শিক্ষার জন্য বরাদ্দ রাখা উচিত ছিল। শিক্ষায় বিনিয়োগ মানে মানবসম্পদ গড়ে তোলা। উন্নত দেশগুলো বাজেটের ২০/২৫ ভাগ কেবল শিক্ষাখাতে বরাদ্দ রাখে। তাই শিক্ষার ওপর বেশি জোর দিতে হবে। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, করোনা মোকাবিলায় দেওয়া ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ কিভাবে ব্যয় হবে এর দিক নির্দেশনা নেই। ফলে এখাতে অপচয় ও দুনীতির সুযোগ উড়িয়ে দেয়া যায় না।

তিনি দেশের প্রতিটি উপজেলা হাসপাতাল গুলোতে ভেনটিলেটারসহ কমপক্ষে ১০টি আইসিও বেড নির্মাণের আহ্বান জানান। তাছাড়া এবারের বাজেটে স্বাস্থ্যখাতে দেওয়া বরাদ্দও অপ্রতুল। মাতৃ মৃত্যুহার কমিয়ে আনা, তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং সর্বজনীন সহজলভ্য চিকিৎসা ব্যবস্থার কোনো রূপরেখা বাজেটে সুস্পষ্টভাবে উল্লেখ নেই। বেকারত্ব রোধ, কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন বিনিয়োগে বাজেটের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা যায়।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মসহ বিভিন্ন ধর্মীয় বই আছে। অথচ তা পড়ানোর মতো যোগ্য আলেম বা শিক্ষক নেই। তাই এবার না হলেও আগামী বাজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিতে হবে। বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার এমপিও ভুক্তি আরো বাড়াতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। বেসরকারি ইবতেদায়ী মাদ্রাসা গুলোকে জাতীয়করণ করার দাবি জানান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। তিনি বাজেটকে আরো গণমুখী ও বাস্তবায়নযোগ্য করার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here