গণভোট এর কারনে ইতিহাসে সবচেয়ে নিন্দিত হবে ইউনূস সরকার : মোমিন মেহেদী

0
গণভোট এর কারনে   : মোমিন মেহেদী

প্রেসনিউজ২৪ডটকমঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিন্দিত যেমন হবে ইউনূস সরকার, ঠিক তেমনি এই গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক নাগরিকরা এই নির্বাচনকে এড়িয়ে যাবে বলেই আমি মনে করি-নতুনধারা মনে করে।

২৪ জানুয়ারি সকালে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘পক্ষপাত তুষ্ট সরকারের গণভোট প্রচারণা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, এযাবৎ ৩ টি গণভোট বাংলাদেশ দেখেছে, প্রতিটি গণভোটই ছিলো একটি প্রশ্নের উপর, একটি বিষয়ের উপর ভিত্তি করে। আর এবারের গণভোট ৪ টি স্ববিরোধী বিষয়কে সামনে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা কোনোভাবেই একসাথে মেনে নেয়া একজন সচেতন নাগরিকের পক্ষে সম্ভব নয়।

আর সেই দৃষ্টিকোণ থেকে এবারের গণভোট শুধু গণবিরোধীই হবে না; এক রকমের চাপপ্রয়োগের ভোট হিসেবেও সমালোচিত হবে। এসময় মোমিন মেহেদী নতুনধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন থেকে বঞ্চিত করে ভূঁইফোর অনশন- দলবাজ- দঙ্গলবাজদের রাজনৈতিক প্লাটফর্মকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ারও তীব্র নিন্দা জানান। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, জুমা রাণী ঝুমুর প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নিবন্ধন থেকে বঞ্চিত করায় এবারের নির্বাচনে নতুনধারা অংশ নিতে না পারলেও নিবন্ধিত অনেক রাজনৈতিক দলের নেতা নিজেদের দল থেকে পদত্যাগ করে অন্য দলে যোগ দিয়ে, সেই দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়ার মত নীতি বর্হিভূত কাজ করছেন। কেউ কেউ নিজের রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়ে অন্য দলের প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ার সকল সম্ভাবনার দুয়ার বন্ধ করে দিয়েছে। তার উপর আবার আমেরিকার বন্ধু জামায়াত-শিবির রাজনৈতিকভাবে বিভিন্ন প্রপাগাণ্ডা ছড়াচ্ছে-হুমকি দিচ্ছে-জান্নাতের টিকিট বিক্রি করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here