সাতক্ষীরা-২আসনে আব্দুল খালেকের গণসংযোগ ও মতবিনিময় সফলভাবে সম্পন্ন

0
ব্রহ্মরাজপুরে মুহাদ্দিস আব্দুল খালেকের গণসংযোগ ও মতবিনিময় সফলভাবে সম্পন্ন

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকি মুহাদ্দিস আব্দুল খালেকের ব্রহ্মরাজপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং একাধিক মহিলা সমাবেশে অংশ নেন। দহাকুলা পশ্চিম, মেল্লেক পাড়া, কালের ডাংগি, শাল্যে, মধ্য মাছখোলা ও গোয়াল পোতা এলাকায় অনুষ্ঠিত সভাগুলোতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দুপুরে জুমার নামাজ শেষে সংক্ষিপ্ত বিশ্রামের পর বিকাল ৩টা ৩০ মিনিটে গোয়াল পোতার গাছা হাটখোলায় পথসভার মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়। মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে প্রেরণা দিচ্ছে। তিনি এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ,সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক ও কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমান, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here