বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

0
বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের কমিটি থেকে সিনিয়র যুগ্ন-
আহবায়ক ফজলুল হক কন্ট্রাক্টরকে কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙকরায় শুক্রবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার ও সাধারণ
সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

একই চিঠিতে সিনিয়র যুগ্ন-আহবায়ক হিসেবে মো. আলমগীর হোসেন ও যুগ্ন আহবায়ক হিসেবে শাখাওয়াত হোসেন মিন্টুকে থানা কৃষকদলের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ফজলুল হক কন্ট্রাক্টরকে অব্যাহতি প্রদানের কারণ জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল জানান, বিএনপি মনোনিত দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান না নিয়ে ফজলুল হক দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিস্কৃত এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

তার এমন কর্মকাণ্ড দলের বিরুদ্ধে দাঁড়ানোর সামিল। তাই তাকে কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব মো. সোহেল রহমান জানান, কমিটি পাওয়ার পর ফজলুল হক কন্ট্রাক্টর প্রথমে দুএকটি দলীয় কর্মসূচিতে অংশ নিলেও পরে তিনি আর কোন দলীয় অনষ্ঠানে অংশ নেননি। দলীয় কাজে নিক্রিয় হয়ে তিনি বহিস্কৃত সাবেক এক বিএনপি নেতার পক্ষ নিয়েছেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল যাকে বহিস্কার করেছে এমন একজন প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানতে পেরেছি। সবার উচিত  দলীয় সিদ্ধান্ত মেনে চলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here