প্রতিবন্ধী অটোচালক সোহেল হত্যাকাণ্ড : পরিবারের পাশে দাঁড়ালেন অঞ্জন দাস

0
প্রতিবন্ধী অটোচালক সোহেল হত্যাকাণ্ড : পরিবারের পাশে দাঁড়ালেন অঞ্জন দাস

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতিবন্ধী অটোচালক সোহেল হত্যাকাণ্ডের ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ–০৩ আসনের মাথাল মার্কার প্রার্থী, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস।

বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে দলীয় প্রতীক ‘মাথাল’ বরাদ্দ পাওয়ার পরপরই আজ অঞ্জন দাস নিহত সোহেলের পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং ন্যায়বিচারের দাবিতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অঞ্জন দাস বলেন,

“একজন প্রতিবন্ধী শ্রমজীবী মানুষকে এভাবে হত্যা করা শুধু একটি পরিবারের ক্ষতি নয় এটি সমাজ ও রাষ্ট্রের ব্যর্থতার নির্মম প্রমাণ। সোহেল হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন,

“যে সমাজে একজন অটোচালক নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই ভয়, দখল ও অপরাধের রাজনীতির অবসান ঘটাতেই আমরা লড়ছি।”নিহতের স্ত্রী রাজিয়া আক্তার ও তার দুই কন্যাসন্তানের প্রতি সমবেদনা জানিয়ে অঞ্জন দাস বলেন,“এই পরিবার একা নয়। আমরা আইনি লড়াইসহ সব গণতান্ত্রিক উদ্যোগে তাদের পাশে থাকব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here