প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধি ঃ বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড শাখা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বাদ মাগরিব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড বালুচার মাদ্রাসা ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় দেশের উন্নয়ন ও অগ্রগতি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ আজহারুল হক মুকুল ও মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বালুচর ইসলামীয়া এফতেদায়ী মাদ্রাসার মুহতামিম হাফেজ ওমর ফারুক। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশ নায়ক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিশিষ্ট সমাজ সেবক উজ্জ্বল ফরাজীর সভাপতিত্বে ছেংগারচর পৌর বিএনপির সদস্য ডা. মোঃ কাউসার মেহেদীর সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই দোয়া মাহফিলে ছেংগারচর পৌর বিএনপির সদস্য ডা. মোঃ কাউসার মেহেদীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি বোরহান ফারাজী. মোঃ কবির সরকার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান,পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশেক মাহমুদ সংগ্রাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল, পৌর মহিলা দলের সাধারন সম্পাদক মুনমুন আক্তার,মহিলা দলের নেত্রী আফরোজা মাসুদ ঝুনু, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক কাউছার খান, মোঃ ডালিম, পৌর যুবদল নেতা মোঃ টিপু ফরাজী, মোঃ মনির সরকার, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ইবনালঈন আহমেদ শিপন, ছেংগারচর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল খান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌর জাসাসের সাধারণ সম্পাদক বাদল সিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ রাজন সিকদার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোহন বেপারী, পৌর বিএনপি নেতা ফারুক ফরাজী,পৌর যুবদল নেতা জাকির হোসেন জুয়েল, পৌর কৃষক দলের সভাপতি মোঃ জাকির দর্জি,সাধারণ সম্পাদক সোহরাব সরকার, পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নুর নবী পাহাড়, পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিব প্রধান, মোঃ আরাফাত ফরাজী, সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার সর্বস্তরের মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে সম্মিলিত মোনাজাতে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত, শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।দোয়া মাহফিলে বক্তারা বলেন, “তারেক রহমান বীরের মতো দেশে ফিরেএসেছেন—তিনি এসেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবেই।” মরহুমা বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষার প্রতীক। দীর্ঘ স্বৈরশাসন, রাজনৈতিক নিপীড়ন ও দমন-পীড়নের মুখেও তিনি আপোষহীন থেকেছেন।
তাঁর আদর্শ আজও বিএনপির প্রতিটি নেতা-কর্মীর সংগ্রামের মূল প্রেরণা।ঊক্তারা আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর-২(মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তারা। দোয়া মাহফিলে তাবারুক বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।





