প্রেসনিউজ২৪ডটকমঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মিয়ানমারে একের পর এক আহত-নিহতের ঘটনা ঘটলেও নিরব বাংলাদেশ সরকার; আর সরকারের এমন নিরবতাই প্রমাণ করছে যে, ড. ইউনূস সীমান্তকে নিরাপদ করতে ব্যর্থ।
১৩ ডিসেম্বর বেলা ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ৪ প্রেসিডিয়াম মেম্বারের স্মরণে অনুষ্ঠিত দেয়া ও আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়া, পাগল মন খ্যান গীতিকার আহমেদ কায়সার ও শিক্ষাবিদ আনোয়ার হোসেন সাঈদীর স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আকন্দ।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী আরো বলেন, গত ১৭ মাসেও অন্তবর্তী সরকার যেভাবে ভারত সীমান্তে হত্যা বন্ধে বিশেষ কোনো পদক্ষেপ নিতে পারেনি, একইভাবে মিয়ানমার সীমান্তকে শান্ত করতে পারেনি। বরং সারাদেশের সকল সীমান্তে একের পর এক বাংলাদেশীদেও আহত ও নিহত হওয়ার সংবাদ পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতেও যমুনা থেকে কোনো শোক বিবৃতি যেমন পাইনি, পাইনি কোনো পদক্ষেপও। যা নির্বাচিত সকল সরকারের মত এই সরকারকেও ব্যর্থ হিসেবে ব্যাপক সমালোচিত করেছে।
এসময় নেতৃবন্দ আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবর রক্তচক্ষুকে উপেক্ষা করে সরকারের গঠনমূলক সমালোচনা করলেও ড. ইউনূস সরকার তাতে কর্ণপাত করছে না। বরং দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সন্ত্রাস- নৈরাজ্য-জঙ্গীবাদ, ধর্ষণ-চাঁদাবাজীকে পৃষ্টপোষকতা করে যাচ্ছে। এতে করে দেশের অর্থনীতি আগের চেয়েও বড় ধ্বসের মুখে পরেছে। আমরা এমন পরিস্থিতি থেকে মুক্তি চাই।





