না’গঞ্জ ৫ আসনে সকলের আস্থাভাজন আবুল কালাম

0
না’গঞ্জ ৫ আসনে সকলের আস্থাভাজন আবুল কালাম

প্রেসনিউজ২৪ডটকমঃ অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনিত প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামকে দল থেকে মনোনিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন ও আমিনুর ইসলাম মিঠু এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে তারা আরও জানান, নারায়ণগঞ্জ মাটি ও মানুষের নেতা ক্লিন ইমেজ খ্যাত সকলের আস্থাভাজন এবং তিন বারের সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম সাহেবকে বিএনপি থেকে মনোনিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। কারন বিগত ফ্যাসিষ্ট আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম করার অপরাধে আমাদের মত এ্যাড. আবুল কালাম ও তার ছেলে মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছারকে নানা নির্যাতনের পাশাপাশি বাপ-বেটাকে এক সাথে কারাবাস ভোগ করতে হয়েছে।

পাশাপাশি তাদের পরিবারও নানা হয়রানীর শিকার হয়েছে। দল থেকে একজন ত্যাগী ও স্বচ্ছ নেতাকে মনোনিত করে নারায়ণগঞ্জ ৫ আসনের ভোটার ও নেতাকর্মীদের মাঝে আশার আলোর পথ দেখিয়েছেন দলের হাই কমান্ড। সেই জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পাশাপাশি এই আসনের ভোটার হিসেবে এ্যাড. আবুল কালাম সাহেবকে পেয়ে আমরা খুশি।

ইনশাল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারী বিপুল ভোটে জনগনের সমর্থন নিয়ে নারায়ণগঞ্জ ৫ আসনে এ্যাড. আবুল কালাম সাহেব জয়ী হবে এই প্রত্যাশা করি। পাশাপাশি নারায়ণগঞ্জ ৫ আসনের ভোটারদের মনে আশা পূরণ হয়েছে। তাই আমরা সবাইকে আহবান করবো আগামী ১২ ফেব্রুয়ারী সারা দিন ধানের শীর্ষে ভোট দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here