চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ড. জালাল উদ্দিনের মনোনয়নপত্র দাখিল

0
চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ড. জালাল উদ্দিনের মনোনয়নপত্র দাখিল

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকাল ৪ ঘটিকার সময় তিনি সহকারি রিটানিং অফিসার ও মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনির নিকট মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. জালাল উদ্দিন বলেন, এই নির্বাচনটি একটি ঐতিহাসিক নির্বাচন হবে।

১৭ বছরে ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোট দিতে পারবেন। জনগন তাদের মত প্রকাশ করতে পারবেন। এই নির্বাচনের মাধমে বিএনপি সরকার গঠন করে ধ্বংসাত্মক দেশকে নতুন করে সাজাবে। জনগণকে সাথে নিয়ে সকল পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।তিনি আরো বলেন, আমার নির্বাচনী আসন চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানুষের চাহিদা অনুযায়ী পরিকল্পনা করে সাজানো হবে। বিশেষ করে মতলবকে সন্ত্রাসমুক্ত, মাদক, চাঁদাবাজ, দখলবাজ ও অপরাধ মুক্ত মতলব গড়ে তোলবো। যাতে করে মানুষ যার যার স্বাধীনমত চলতে পারেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টর ওবাইদুর রহমান টিপু, কেন্দ্রীয় বাস্তুহারা দলের নেতা ড. আনিসুল আউয়াল, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

সাংবাদিকদের ব্রিফ করার সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত, সদস্য সচিব আনিসুর রহমান, ছেংগাচর পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here