জনসমুদ্রের অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান

0
জনসমুদ্রের অভ্যর্থনায় সিক্ত তারেক রহমান

প্রেসনিউজ২৪ডটকমঃ দীর্ঘ ১৭ বছর পর প্রবাসজীবন শেষে সুদূর লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সৃষ্টি হয় নজিরবিহীন জনসমাগম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক পর্যন্ত অগণিত মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।দেশবাসীর এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা, উষ্ণ অভ্যর্থনা ও অংশগ্রহণে অভিভূত হয়ে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এক ধন্যবাদ বার্তায় তিনি বলেন, ঢাকাসহ সারাদেশ থেকে আগত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের ভালোবাসা ও উপস্থিতি তার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এছাড়াও অভ্যর্থনা কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্বরত সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বার্তায় আরও জানানো হয়, আজকের এই ঐতিহাসিক অভ্যর্থনা অনুষ্ঠান কাভারেজে নিয়োজিত সকল গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের প্রতিও দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

উল্লেখ্য, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা, আগ্রহ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here