প্রেসনিউজ২৪ডটকমঃ দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।
তাকে স্বাগত জানাতে মতলব উত্তর ও দক্ষিণ থেকে ১০ হাজারেরও বেশি নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। দলীয় সূত্র জানায়, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ সংগঠন ইতোমধ্যে প্রস্তুতি সভা করে দায়িত্ব ভাগ করে নিয়েছে। মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা থেকে বাস এবং অসংখ্য মাইক্রোবাস ও ব্যান্ডপার্টি ভাড়া করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে মতলব উত্তর থেকে বিশাল গাড়িবহর ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
তবে অনেকে মঙ্গলবার থেকেই ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এ বিষয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় করে আমরা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের প্রিয় নেতাকে এত বছর পর সরাসরি দেখার সুযোগ পাচ্ছি। এতদিন তিনি বিদেশ থেকে নেতৃত্ব দিয়েছেন, এখন দেশের মাটি থেকেই আমরা তার দিকনির্দেশনা পাব। সরাসরি তার বক্তব্য শুনতে পারব, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।
’ উৎসবের আমেজ সম্পর্কে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, ‘আমরা ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে নেতার স্বাগত অনুষ্ঠানে যোগ দেব। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপি আমাদের সাথে সভা করেছেন। চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে আমরা জলপথে লঞ্চ যোগে, বাস ও মাইক্রোবাসে আমাদের নেতা-কর্মী কুড়িল বিশ্বরোড নির্ধারিত স্থানে সমবেত হবো। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখের নির্বাচনে আমাদের নেতা শতভাগ বিজয়ী হবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করবেন।এটি আমাদের জন্য শুধু আনন্দের নয়, গর্বেরও বিষয়।’
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান প্রস্তুতির বিষয়ে বলেন, ‘তারেক রহমানকে বরণ করতে আমরা প্রস্তুতি সভা করেছি। উপজেলা যুবদলের পক্ষ থেকে আমরা অন্তত ২ হাজার নেতাকর্মী ও সমর্থক এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে অংশ নেবেন। প্রতিটি ইউনিয়নে ইতোমধ্যে দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে এবং স্থানীয় নেতারা গাড়ি সংগ্রহের কাজ সম্পন্ন করেছেন।’ যাত্রার সূচি জানিয়ে জেলা বিএনপির সদস্য আলমগীর বলেন, ‘আমরা ২৫ ডিসেম্বর সকাল ৬টায় মতলব উত্তর থেকে একযোগে যাত্রা শুরু করব।
সকাল সাড়ে ৯টার মধ্যে আমরা ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকার ৩০০ ফিট রাস্তার প্রবেশমুখে সমবেত হওয়ার পরিকল্পনা করেছি। বিএনপি এবং যুবদলের আলাদা বহর থাকলেও আমরা সবাই নির্ধারিত স্থানে একত্রিত হব।তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান বলেন, ‘তারেক রহমান যখন দেশের মাটিতে পা রাখবেন, তখন সমস্ত অপশক্তি, লুটেরা, ভোট চোর, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের এ দেশ থেকে উৎখাত করা হবে।
তিনি একটি সুন্দর ও আধুনিক বাংলাদেশ নির্মাণ করবেন এবং আমরা তার বিশ্বস্ত সহযোগী হিসেবে সেই লড়াইয়ে সর্বদা প্রস্তুত থাকব।’ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠন মিলে ঢাকায় জাবো। ইতোমধ্যে চাঁদপুর-২ আসন মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার জন্য লঞ্চ , বাস ও অগনিত মাইক্রো ভাড়া করা হয়েছে। এই আসন থেকে প্রায় ১০ হাজার লোকের আয়োজন করা হয়েছে। দুই উপজেলার ২০টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা থেকে গাড়ি ঢাকায় যাবে। ২৫ তারিখ সকালে অনুষ্ঠানে অংশ নেবো।





