প্রেসনিউজ২৪ডটকমঃ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় মহান বিজয় দিবস উপলক্ষে চাষাঢ়াস্থ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। এ সময় জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রাম জোরদার করার অঙ্গীকার করছি।” যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ বলেন, “মহান বিজয় দিবসের চেতনায় অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানাই।”
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সম্পাদক জাহিদ সুজন, সহ-সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ আকাশ, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি, সদস্য আল মেহেদী, রাতুল দেওয়ান ও বন্দর থানার সংগঠক সাব্বির আহমেদ।





