ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ড. জালালের নেতৃত্বে মতলব উত্তরে বিক্ষোভ

0
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ড. জালালের নেতৃত্বে মতলব উত্তরে বিক্ষোভ

প্রেসনিউজ২৪ডটকমঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলি বর্ষণ করে হত্যাচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে লুধুয়া আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। প্রতিবাদ মিছিলটি লুধুয়া এলাকা থেকে শুরু হয়ে নয়াকান্দি বাজারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রেরই অংশ। তিনি বলেন, যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে, তারা ফ্যাসিবাদের দোসর। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ড. জালাল উদ্দিন আরও বলেন, “ওসমান হাদিকে গুলি করা মানে আমাদের সবাইকে গুলি করা। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কখনোই মেনে নেব না।” তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই দেশে সন্ত্রাসমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ দলীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। প্রতিবাদ মিছিল ও সমাবেশে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here