প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি এ দুই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন। তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।
তিনি সাংবাদিকদের নির্বিঘ্নে সাংবাদিকতা করার আহ্বান জানান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যারিস্টার কামরুজ্জামান জামান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি করেছে, তারা দলের কেউ নয়, তারা দুর্বৃত্ত। ভবিষ্যতে কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে পারবে না।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই ৩১ দফা বাস্তবায়নে সর্বস্তরের জনগণ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য বৃন্দ, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ, ফুলবাড়ী রিপোর্টার ইউনিটির সদস্যবৃন্দ, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন।





