প্রেসনিউজ২৪ডটকমঃজেলা সংবাদদাতা: ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যান করে কর্মীরা মশাল মিছিল করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নান্দাইল পৌর এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীকে মশাল হাতে মিছিল করতে দেখা গেছে।ঘটনাস্থল থেকে জানা গেছে, আমরা বিএনপির কর্মী। কিন্তু দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে শুরু থেকেইে আমরা প্রতিবাদ জানিয়ে আসছি।
সেই ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে আজকে মশাল মিছিল করছি। জানা গেছে, নান্দাইল আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছয় নেতা। তারা হচ্ছেন—উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন বিন আবদুল মান্নান, সদস্য নাসের খান চৌধুরী, ছাত্রদলের সাবেক নেতা কাজী এরশাদুল করিম আরমান, মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন ও ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম সূর্য।
গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। নান্দাইল আসনে দলের মনোনয়ন পান উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। মনোনয়ন পাওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাঠঘাট চষে বেড়াচ্ছেন। অন্যদিকে মনোনয়নবঞ্চিত বিএনপির নেতৃবৃন্দ এক প্ল্যাটফর্মে মিলিত হয়ে নান্দাইল আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সভা-সমাবেশ, মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন। গতকাল রাতে মশাল মিছিল সেই কর্মসূচির অংশ বলে কর্মীরা জানিয়েছেন।





