মুন্সীগঞ্জ-৩ আসনে মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে নারী সমাবেশ

0
মুন্সীগঞ্জ-৩ আসনে মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে নারী সমাবেশ

প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা:মুন্সীগঞ্জ-৩ আসন (সদর-গজারিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত মনোনয়ন প্রত্যাহার ও মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মহিউদ্দিন সমর্থক মহিলাদলসহ নারীদের একটি অংশ এই সমাবেশে অংশগ্রহণ করেন।

সোমবার বিকেল ৪ টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বের খন্ড খন্ড মিছিল নিয়ে নারীরা অংশ নেন। সমাবেশে নারীরা বিভিন্ন স্লোগানে বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনকে মনোনয়ন দিতে হবে। গত ১৫-১৬ বছর হামলা-মামলা, জেল-জুলুম সবই ভোগ করেছেন মহিউদ্দিন। দলের ত্যাগী নেতা মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা৷

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ টি বিএনপি দলীয় নমিনেশন ঘোষণা করেন৷ এরমধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here