না’গঞ্জ নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
না’গঞ্জ নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ গতকাল ৬ই ডিসেম্বর (শনিবার) রাত ৮টায় জেলা কার্যালয়ে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচনী পরিচালনা কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর আলম এবং কমিটির সদস্য ফারহানা মানিক মুনা, নাজমা বেগম ও জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী অঞ্জন দাস এবং নারায়ণগঞ্জ-৫ আসনের গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী তরিকুল সুজন। বাংলাদেশ যুব ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, অর্থ সম্পাদক এ আর দোলন, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি এবং কার্যকরী সদস্য আল মেহেদী, সানজিদা ইসলাম ও রাতুল দেওয়ান।

সভায় আসন্ন জাতীয় নির্বাচনে গণসংহতি আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে সংগঠনের প্রচার-প্রচারণা জোরদার, যুব ভোটারদের সম্পৃক্ততা বৃদ্ধি, কেন্দ্রভিত্তিক টিম গঠন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং জেলার সর্বস্তরের তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। সভা শেষে সবাই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক নির্বাচন সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here