বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুবার্ষিকী আজ

0
বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুবার্ষিকী আজ

প্রেসনিউজ২৪ডটকমঃ প্রয়াত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জান্নাতুল ফেরদৌসের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। তিনি ২০১৯ সালের ৪ ডিসেম্বর রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

জান্নাতুল ফেরদৌস শহরের দেওভোগ নাগবাড়ি এলাকার মৃত মজিবুর রহমানের সন্তান ছিলেন। দীর্ঘদিন তিনি নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সংগঠনিক দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দলের একজন নিবেদিত নেতা হিসেবে তিনি গুণীজনের মধ্যে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। প্রতিবছর তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করে বিএনপি ও পরিচিতজনেরা স্মরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here