প্রেসনিউজ২৪ডটকমঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে মহানগর বিএনপি। সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর দেওভোগ বড় মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা,মহানগর বিএনপি নেতা সোলেইমান হোসেন, মনছুর উদ্দিন পলিন, মোহাম্মদ হোসেন কাজল, আবুল সরদার, সুজন মাহমুদ, হাজী সফিউদ্দিন সোহেল, মোস্তাফিজুর রহমান পাবেল,পলাশ প্রধান সুমন, আলামিন, ফয়সাল সিকদার, শাহীন, নাছির উদ্দিন, রুহুল আমিন, আসাদ, তোফাজ্জলহোসেন, ফারুক হোসেন, মহসিন, মনির হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু, হৃদয় সহ বিভিন্ন থানা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন দেওভোগ বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা আব্দুর রব বারী। এ মিলাদ ও দোয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।





