না’গঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি’র উঠান বৈঠক

0
না’গঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি’র উঠান বৈঠক

প্রেসনিউজ২৪ডটকমঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নারীর ক্ষমতায়নে ৩১ দফা উন্নয়ন ও অগ্রগতির রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ব্যতিক্রম এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎ ‎বুধবার (২৬শে নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়  মাসদাইর বেকারীর মোড় এলাকার পতেঙ্গার মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও  নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

‎ ‎ ‎ এসময় হাজারও নারী কে মিষ্টি মসল্লার পান এবং শিশু কিশোরদের হাতে ডেইরীমিল্ক চকলেট তুলে দেন মশিউর রহমান রনি।  এর পরে আবেগ আপ্লুত কণ্ঠে সন্তানের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন রনি’র ” মা” স্ত্রী ও খাল্লামা, তাদের পরিবারের উপস্থিতিতে এলাকার নারী- পুরুষ ও শিশু কিশোররা আনন্দিত হয়ে  মহু মহু করতালীর মাধ্যমে  তাদেরকে সাদরে গ্রহণ করে এলাকাবাসী।  প্রধান অতিথির বক্তব্যে  মশিউর রহমান রনি বলেন, বর্তমান বাংলাদেশের যে অবস্থা সেখান থেকে উত্তরণ হওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা উপস্থাপন করেছেন।

এই ৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদের ঘরে ঘরে যাচ্ছি। বিশেষ করে মা বোনদের কাছে যাওয়ার আমার নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন।  তিনি বলেন, আজকে যে মাঠে আপনারা এসেছেন এখানে আমি আমার কিশোর জীবন পার করেছি। আজকে আমি কথা বলতে পারছি এটা আমার ভাগ্যের লিখন, আমার নতুন জীবন। যে সমাজে আমরা বসবাস করছি এখানে আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন পার করি৷ তিনি আরও বলেন, আমি এ এলাকার সন্তান।

আমি চাই এলাকার উন্নয়ন হোক, পূর্বে যিনি এমপি ছিলেন (শামীম ওসমান) তিনি ১ হাজার ৩’শ কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট করেছেন এবং৬ হাজার কোটি টাকা দিয়ে সিঙ্গাপুর বানানোর ঘোষনা দিয়েছিলেন কিন্তু সিঙ্গাপুরের কোন নাম গন্ধ নাই। শামীম ওসমান  সেই টাকা  বিশ্বের কয়েকটি দেশে পাচার করেছিলেন। অথচ আমরা সামান্য কিছু টাকা খরচ করে গাবতলির জলাবদ্ধতা দূর করেছি, কল্যানী খাল পরিষ্কার করেছি, যদি আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে কেউ বলতে পারে আমি মশিউর রহমান রনি চাঁদাবাজ তাহলে এ সমাজ ছেড়ে আমি চলে যাবো।

আর যদি মনে করেন সমাজের উন্নয়ন প্রয়োজন তাহলে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। এসময় তিনি বলেন,  ৩১ দফার মধ্যে ২৪ নাম্বার দফায় উল্লেখ করা হয়েছে নারীর ক্ষমতায়ন, মূল্যায়ন ও কিভাবে নারীরা দেশ পরিচালনা করবে। নারীদের সাংসারিক কাজে কোন ব্যাঘাত যেন না ঘটে সেজন্য তিনি একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। যার মাধ্যমে নারীরা তাদের পরিবারের ভরন পোষন অনায়াসে করে নিতে পারেন। মা যদি সংসার ও সন্তানের প্রতি খেয়াল রাখতে পারে তাহলে সেই সংসার ও সন্তান কখনো নষ্ট হয় না।

নারীরাই পারে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। ‎যদি দল আমাকে মূল্যায়ন করে তাহলে দলকে আমি এ আসনটি উপহার দিবো। ‎ ‎ ‎ ‎ উঠান বৈঠক এ  আরও উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলমগীর হোসেন , মশিউর রহমান রনির মা, স্ত্রী, খালাম্মা, সাবেক মহিলা মেম্বার রোজিনা আক্তার, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, জেলা ছাত্রদলের সাবেক নেতা সিদ্দিকুর রহমান উজ্জল সহ প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here