প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি বলেছেন, আপনারা ধানের র্শীষের পক্ষে কাজ করেন আমি এলাকার উন্নয়ন করবো। যেমনটি আমার বাবা সাবেক ৩ বারের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুল ইসলাম মাষ্টার এলাকার রাস্তা-ঘাট,স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রসা,মন্দিরসহ
বিভিন্ন উন্নয়ন করে গেছেন।
আমি তার সন্তান হিসেবে আমার বাবার মতই আমিও এলাকার উন্নয়নে কাজ করবো। তিনি আরো বলেন আমি আপনাদের সন্তান মনে করে আপনারা ধানের র্শীষের কক্ষে কাজ শুরু করেন। আমি আপনাদেরকে সাথে নিয়েই এলাকার উন্নয়ন করবো।গতকাল রোবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন প্রমুখ।





