প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহত পল্লবী থানা যুবদলের নেতা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।সোমবার (১৭ নভেম্বর) মিরপুর পল্লবী থানার পিছনে সি ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে।
পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ৮টার দিকে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট্র পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার এন্ড স্যানিটারিতে দোকানে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মটর সাইকেলযোগে ৩ জন দুর্বৃত্ত ভিতরে ঢুকে মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।





