প্রেসনিউজ২৪ডটকমঃ ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক তার নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর নুর মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় এবং নামাজ আদায় করে তিনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে সন্ত্রাস, চাঁদাবাজ এবং খুনিদের বয়কট করে সৎ, আদর্শবান ও খোদাভীরু নেতৃত্বকে আগামী দিনে সংসদে পাঠানোর আহ্বান জানান।
ডা. এমদাদুল হক তার বক্তব্যে বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ বা খুনিদের স্থান হবে না। আগামী দিনে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আপনারা এমন একজন মানুষকে নির্বাচিত করবেন যিনি দেশের কল্যাণে কাজ করবেন এবং আল্লাহকে ভয় করে চলবেন।” তিনি দেওয়াল ঘড়ি প্রতীকে আগামী নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার রিফাত হোসেন মালিক, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ আজিজুল হক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, বনানী থানা সভাপতি হাফেজ আনিচুর রহমান, মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা মোতালেব হোসেন, রূপনগর থানা সভাপতি হাফেজ ওলিউল্লাহ, ইসলামি ছাত্র মজলিসের নাহিদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।





