প্রেসনিউজ২৪ডটকমঃ জাতীয় নির্বাচনের আগে গণভোটের এখন আর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি- নির্বাচনের দিন গণভোট হবে। সেদিন দুইটা ব্যালট থাকবে- একটা সনদের আরেকটা জাতীয় নির্বাচনের।
বিভিন্ন মহল নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। আজকে যারা এটা নিয়ে গোলমাল করছেন, তাদের অনুরোধ করব, দয়া করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না,অনেক করেছেন; সেগুলো নিয়ে বলতে চাই না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, আজকে দয়া করে জনগণের চাওয়া নির্বাচনের বিরোধিতা করবেন না। শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ ৯ মাস আলোচনা করেছে ঐকমত্য কমিশন। অনেকগুলো বিষয়ে একমত হওয়া গেছে। কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি। এজন্য আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। বৃষ্টি উপক্ষো করে ছাতা মাথায় জুলাই সনদে সাক্ষর করলাম। কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশ দেয়া হলো, সেখানে অনেক পার্থক্য ছিল।
আমরা যে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়নি। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন ও সরকারের প্রতি আমরা যে আস্থা রেখেছিলাম, সেই বিশ্বাসভঙ্গ করেছে। জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে, যেটা তাদের কাছ থেকে আশা করিনি।’





