প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার বিকেলে পৃথক দুটি গ্রুপে পালিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন আল মামুনের নেতৃত্বে বিশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর রোডের মামুন লাইব্রেরীর সামনে এক পথসভায় মিলিত হন।
উক্ত পথসভায় আকন আল মামুন তার বক্তব্যে বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যদিকে উপজেলা কৃষকদলের নেতৃত্বে শহরে এক বিশাল মিছিল বের করে। শাপলা মার্কেটের সামনে পথসভায় মিলিত হন। কৃষক দলের উপজেলা সভাপতি মোহাম্মদ আবু জাফর হাওলাদার এর সভাপতি পথসভায় বক্তব্য রাখেন তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হারুন-অর রশিদ খান।





