সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র প্রতিনিধি সম্মেলন

0
সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র প্রতিনিধি সম্মেলন

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩ সেপ্টেম্বর ) বিকেলে ভাণ্ডারিয়া পৌরসভার শহীদ এমদাদুল হক অডিটোরিয়ামে এ আয়োজনের মাধ্যমে ছাত্র নেতাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং নেতৃত্ব গঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্য প্রকাশ করা হয়েছে।

সম্মেলনের সঞ্চালনা করেন পাটকেলঘাটা থানা শাখার সভাপতি শেখ মুজাহিদ, এবং সভাপতিত্ব করেন তালা থানার সভাপতি আল জামালুল বান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। এছাড়া জেলা শাখার নেতৃবৃন্দ জি.এম. নাহিদ হাসান, নাজমুল হাসান, ডা. মাহমুদুল হক, ডা. আফতাব উদ্দিন ও অধ্যাপক ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

সম্মেলনে ছাত্র প্রতিনিধিরা ভোটকেন্দ্রভিত্তিক কার্যক্রম, নেতৃত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই ধরণের সম্মেলন যুব সমাজকে দায়িত্বশীল ও সক্রিয় রাজনৈতিক নেতৃত্বে গড়ে তুলতে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here