প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার পৃথক দুটি গ্রুপে পালিত হয়েছে। উপজেলা বিএনপি’র সদস্য সচিব (বহিষ্কৃত) মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে একটি গ্রুপ দুপুরে শহরে বিশাল মিছিল শেষে বটতলা চৌরাস্তায় এক পথসভায় মিলিত হন।
পথসভায় উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ ও মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বক্তব্য রাখেন। অন্যদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হকের নেতৃত্বে ও ফরহাদ হোসেন আক্কাস মৃধার নেতৃত্বে পৃথক দুটি মিছিল একত্রিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে শাপলা মার্কেট চত্বরে এক পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শহিদুল হক, ফরহাদ হোসেন আক্কাস ও মোহাম্মদ ছগির হোসেন হাওলাদার প্রমুখ।





