সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

0
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার আলিয়া মাদ্রাসা ওয়ার্ডের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি হাফেজ মোস্তাকিম বিল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাফেজ আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শহীদদের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদেরকে সমাজ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

জ্ঞানভিত্তিক কর্মসূচি তরুণ প্রজন্মকে আলোর পথে পরিচালিত করে।” প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান। তিনি বলেন, “এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইতিহাসচেতনা ও আদর্শনিষ্ঠা গড়ে তোলে।

” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার দাওয়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহা. শারাফাত হুসাইন (লিটিল) এবং তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here