প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চর মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক রেজাউল করিম খন্দকার ও দক্ষিণ আইচা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টারকে দিন দুপুরে প্রকাশ্যে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুরে প্রভাষক রেজাউল করিম খন্দকার তার বাসা থেকে জোহরের নামাজ আদায় করতে দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ডে মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আবুল হোসেন নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সে দৌড় দিয়ে একটি ফার্মেসিতে আশ্রয় নেন।
এ সময় তাকে উদ্ধার করতে গেলে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ওই সন্ত্রাসী অস্ত্রধারী । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ডায়াগনস্টিক সেন্টার নেন। সেখান থেকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে এই ঘটনায় দক্ষিণ আইচা থানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এডভোকেট রেজাউল করিম খন্দকার কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় চরফ্যাশন উপজেলা বিএনপির উদ্যোগে চরফ্যাশন সদরে রোডে ও রাত ৯ টার দিকে দক্ষিণ আইচা থানা বিএনপির উদ্যোগে দক্ষিণ আইচা থানা সদর বাজারে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
বিক্ষোভ মিছিল চরফ্যাশন উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের মেইন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদসভা থেকে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারোর দাবি জানানো হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ বাহার, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দক্ষিণ আইচা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক জনপ্রিয় চেয়ারম্যান প্রভাষক রেজাউল করিম খন্দকার ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। কারো সঙ্গে মতের বিরোধ থাকলে তা ভিন্নভাবে মীমাংসা করা যেত, এভাবে প্রকাশ্যে কোপানো ঠিক হয়নি। আমরা এ ঘটনায় জড়িত অপরাধীর বিচার দাবি করছি।
অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এই ঘটনার পরপর অভিযুক্ত আবুল হোসেন পালিয়ে যাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এবং ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াদিন।
নৃশংস হামলার শিকার দক্ষিণ আইচা থানা বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার রেজাউল করিম কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাৎক্ষনিক রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা এবং সার্বিক খোঁজখবর নিতে ছুটে আসেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক, চরফ্যাশন মনপুরার মা, মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।





