বৈঠক শেষে কিছু না বলেই বেরিয়ে গেলেন মির্জা ফখরুল

0
বৈঠক শেষে কিছু না বলেই বেরিয়ে গেলেন মির্জা ফখরুল

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। তবে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় যমুনার সামনে অপেক্ষমাণ মিডিয়াকে কিছুই বলেননি মির্জা ফখরুল। বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, যা বলার সরকারের তরফ থেকে বলা হবে। আমাদের বলার কিছু নাই।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here