প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর প্রতিনিধি: জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় পার্টির মহাসচিব পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর দায়িত্ব পাওয়া সময়োপযোগী ও যথার্থ সিদ্ধান্ত।
তিনি একজন দক্ষ রাজনীতিবিদ, অভিজ্ঞ আইনজীবী এবং আদর্শিক নেতৃত্বের প্রতীক। তাঁর অভিজ্ঞতা, মেধা ও কর্মনিষ্ঠার মাধ্যমে জাতীয় পার্টি নতুন শক্তি ও গতিতে সামনে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।শামীমুল ইসলাম আরও বলেন, চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যেভাবে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে পার্টিকে গতিশীল রাখার প্রয়াস নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
ব্যারিস্টার পাটোয়ারী জাতীয় পার্টির গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে এরশাদ সাহেবের স্বপ্নের রাজনীতি বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে আশা করি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শামীমুল ইসলাম বলেন, জাতীয় পার্টির পথচলা শুরু হয়েছিল প্রয়াত এরশাদ সাহেবের দূরদর্শী নেতৃত্বে। তার আদর্শ, শৃঙ্খলা ও জনকল্যাণমূলক চিন্তাধারার ধারাবাহিকতা রক্ষা করাই আমাদের দায়িত্ব।
নতুন মহাসচিব সেই ধারা রক্ষা করে পার্টিকে আধুনিক, যুববান্ধব ও শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলবেন বলেই আমি আশাবাদী। উল্লেখ্য, সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেন।
এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে দলীয় দফতর সূত্রে নিশ্চিত করা হয়েছে। অ্যাডভোকেট শামীমুল ইসলাম চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের সুগন্ধি গ্রামের সন্তান। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার পাশাপাশি তিনি একজন সুনামধন্য আইনজীবী হিসেবেও পরিচিত।





