প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মিন্টুকে (৫৫) আটক করেছে মহেশপুর থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
মহেশপুর থানার সেকেন্ট অফিসার এস আই আসাদুজ্জামান আসাদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ী থেকে মহেশপুর পৌর কাউন্সিলর আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মিন্টুকে কালিগঞ্জ থানার একটি ভাংচুর মামলার তাকে আটক করা হয়।
শুক্রবার সকালে আটক কৃত আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মিন্টুকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান থানার সেকেন্ট অফিসার এস আই আসাদুজ্জামান আসাদ। উল্লেখ্যঃ ৫ আগষ্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই মহেশপুর পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মিন্টু আন্ত গোপনে ছিলেন।





